সিরাজগঞ্জে জরুরি মানবিক সহায়তা কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে “ইমারজেন্সি রেসপন্স পুল ফান্ড ফর সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট” গঠনের উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে জরুরি মানবিক সহায়তা কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে “ইমারজেন্সি রেসপন্স পুল ফান্ড ফর সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) জেলা পর্যায়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে একটি সমন্বিত তহবিল গঠন এখন সময়ের দাবি। এই উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ এবং ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে দ্রুত সাড়া দিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় এনডিপি এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানসহ সুক, KPUS, MDO, MMUS, SHARP ও PWD-এর নির্বাহী পরিচালকবৃন্দ; DIPSETU-এর কোঅর্ডিনেটর; সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু; বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী; এবং এনডিপির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিপার্টমেন্টের উপপরিচালক কাজী মাসুদুজ্জামান উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এই “ইমারজেন্সি রেসপন্স পুল ফান্ড” ভবিষ্যতে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় একটি টেকসই ও সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।