কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ এঁর টিমের
ঈশ্বরদী কবি সাহিত্যিক মিলনমেলা বর্ষাভ্রমণ, কবিতা আবৃত্তি সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিমালা অনুষ্ঠানে অংশ গ্রহণ
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ ” কবিতা হোক জীবন চলার ছন্দ ” এই প্রতিপাদযকে সামনে রেখে বাংলাদেশের উওর বঙ্গে ঈশ্বরদী পাবনায় কবি সাহিত্যিক মিলন মেলা বর্ষা ভ্রমণ, কবিতা পাঠ সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিপাঠ করা হয়।
শুক্রবার ( ১১ জুলাই ২০২৫) সকাল ৯ টা হতে দিনব্যাপী অনুষ্ঠান সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে, পাবনার ঈশ্বরদী’র পাকশীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালন শাহ সেতু পাশাপাশি হার্ডিঞ্জ ব্রিজে নিচে দক্ষিণ পদ্মা নদীর পাড়ে কবি সাহিত্যিক মিলন মেলা বর্ষাভ্রমণ, কবিতা পাঠ সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিপাঠে প্রথম পর্বে ২০২৫ খ্রিঃ এ অনুষ্ঠানে দেশ-বিদেশের কবি, লেখক, গুণীজনের পদচারণায় মূখরিত হয়। পরে বিকেল ৩টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে, অতিথিদের উত্তরীয় পরিধান করার পর আলোচনা সভা, মনোমুগ্ধকর স্বরচিত কবিতা আবৃত্তি / পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক উদ্বোধন করেন, ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্র্যনাল যুগ্ম- জেলা ও দায়রা জজ মোঃ সিরাজুল ইসলাম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাহিত্য সংগঠন
ঈশ্বরদী’র নোঙর এর সংগঠক অধ্যাপক হাসানুজ্জামান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা কথা সাহিত্যিক মানিক পন্ডিত। এছাড়াও উপস্থিত সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকা’র সিনিয়র রিপোর্টার নাসরীন গীতিআরা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাহিত্য সংগঠন ঈশ্বরদীর নোঙর এর সদস্য আতাউর রহমান বাবলু, কুষ্টিয়া কবি আবুল কাশেম, পাবনা’র কবি অধ্যাপক সাজেদুল ইসলাম, আলমগীর কবীর, সিরাজগঞ্জের কবি ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, ঈশ্বরদী’র সাংবাদিক মাহমুদুল হক দুদু প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা এলজিআরডি ব্যবস্থাপক শাম্মী আক্তার, “কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ” এর সাংগঠনিক সম্পাদক কবি, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না এর নেতৃত্বে অংশ গ্রহন করে, উপদেষ্টা কবি শ.ম. শহিদুল ইসলাম,কবি সৈয়দ নতুন সিরাজী, শহিদুল ইসলাম ফরিদ, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জের যুগ্ম – সম্পাদক শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল, মোঃ শহিদুল ইসলাম ( ফরিদ,) , আবৃত্তিকার শান্তা ইসলাম স্বপ্না সহ অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করে।