• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে সিটি কেয়ার (CITY CARE) হসপিটালের উদ্বোধন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ  জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন

উল্লাপাড়ায় ”মিল্ক ফর স্কুল’’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

উল্লাপাড়ায় ”মিল্ক ফর স্কুল’’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে ”মিল্ক ফর স্কুল’’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। হেইফার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নে পরিচালিত “BD Beef and Goat Value Chain Signature Program”- এর আওতায়- মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫) সকালে ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের ধাপে সাতটি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে; চরবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইমুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক Ms. Haewon Lee, এনডিপি’র নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন খান, গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিনেশ নাগ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সংস্থার প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বাজারজাতকরণ) মিস সুরাইয়া সিদ্দিকী শক্তি দইয়ের পুষ্টিগুণ, উৎপাদন ও বিতরণ প্রক্রিয়া বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ, সমবায়ের মাধ্যমে দুধ হস্তান্তর এবং প্রক্রিয়াজাতকরণের পর বিদ্যালয়ে শক্তি দই সরবরাহের পূর্ণ প্রক্রিয়া তুলে ধরেন। অনুষ্ঠানে শিশুদের মাঝে শক্তি দই বিতরণ করা হয়। দিনব্যাপী নানা আকর্ষণীয় আয়োজনের মধ্যে ছিল পাপেট শো ও কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “শক্তিতে বুদ্ধিতে বেড়ে উঠি।” এসময় অংশগ্রহণকারীরা বলেন, ‘মিল্ক ফর স্কুল’ উদ্যোগটি শিশুদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগে খামারিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা টেকসই পুষ্টি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেড, মেঘনা সমবায় সমিতি এবং নির্ধারিত সাতটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সমবায়ের মাধ্যমে দুধ সরবরাহ ও বিদ্যালয়ে শক্তি দই বিতরণের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও সুসংহত হয়। প্রসঙ্গত এনডিপি ও হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে ৩টি বিদ্যালয়ে ‘মিল্ক ফর স্কুল’ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরও ২টি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান দ্বিতীয় ধাপের মাধ্যমে নতুন সাতটি বিদ্যালয় যুক্ত হওয়ায় এখন থেকে উপজেলার মোট ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category