কাজিপুরে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের কাজিপুরে দেড়শতাধিক কৃষকের মাঝে একটি করে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা এগারটায় উপজেলার সোনামুখী নবজাগরনী ক্রীড়া সংঘের ক্যাম্পাসে আয়োজিত চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনতেফার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার আব্দুল বারিক। ডেপুটি এরিয়া ম্যানেজার শেরপুর এরিয়ার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেইনি টেরিটরি অফিসার কাজিপুর জাহাঙ্গীর আলম, পরিবেশ বিউটি বীজ ভান্ডারের বাবু মিয়া, সোনামুখী স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন প্রমূখ। এসময়ে অনুষ্ঠানে সুবিধা ভোগী কৃষক, সাংবাদিক সহ কৃষি অফিসে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।