• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে সিটি কেয়ার (CITY CARE) হসপিটালের উদ্বোধন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ  জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন

কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান,বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগেরএক হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তিনি আরও জানান,
ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category