কালিয়া হরিপুর ইউনিয়নে বিএনপির নবায়ন ফরম বিতরণ করার লক্ষ্যে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সদস্য নবায়ন ফরম বিতরণ করার লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে,
মঙ্গলবার (১৩ মে-২০২৫খ্রিঃ) সকাল ১১ টা হতে দুপুর পর্যন্ত ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা শাখার বিএনপির সদস্য সংগ্রহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের শেখ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার বিএনপির সদস্য সংগ্রহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক এবং জেলা কৃষক দলের নেতা শাহাদত হোসেন ঠান্ডু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ একাব্বর আলী এবং অনুষ্ঠান কার্যক্রমে আরও সহযোগিতা করেন, সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ মোহাম্মাদ আলী,
কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির। এসময়ে ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির এবং তার সহযোগিতা অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।