সিরাজগঞ্জে ”বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫” উপলক্ষয়ে- র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”- প্রতিপাদ্যে নিয়ে- সিরাজগঞ্জে ”বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫” উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিস, সিরাজগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সহযোগিতায়-
সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,
জেলা পরিসংখ্যান অফিস, সিরাজগঞ্জের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ। এসময়ে সিরাজগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষদের অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা অনুষ্ঠানে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উন্নয়ন ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করার আহবান জানান।