• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে সিটি কেয়ার (CITY CARE) হসপিটালের উদ্বোধন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ  জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন

জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার পেলেন কাজিপুরের স্কাউটার শ্রাবণ

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার পেলেন কাজিপুরের স্কাউটার শ্রাবণ

মোঃ হোসেন আলী (ছোট্ট)-

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস আয়োজিত কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ। তিনি ইউনিট, জেলা ও বিভাগে উত্তীর্ন হয়ে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণে ময়মনসিংহ বিভাগের হয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন।

বৃহস্পতিবার (২২ মে,) সকালে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টসের কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ আয়োজিত এ সন্মাননা স্মারক ক্রেস্ট অর্জন করেন এনামুল হক শ্রাবণ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কাশেম সরকারের পুত্র এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী।
এর আগে গত বছর ৩১শে জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এ সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে শ্রাবণ সরকার। গত বছরের জুলাইয়ে পুরস্কার বিতরনীর কথা থাকলেও দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে তা স্থগিত হয়ে যায়। গত ১৪ ই মে রাজধানী ঢাকার স্কাউট সদর দপ্তরে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী শ্রাবণ সরকারের হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

শ্রাবণের এমন কৃতিত্বে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীগণ অনেক খুশি। তারা শ্রাবণের এমন কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এনামুল হক শ্রাবণ অনুভূতি ব্যক্ত করে বলেন, আসলে প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করাটা সহজ ব্যাপার নয়। অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে প্রস্তুত করে তবে এ পথে সাফল্য আসে। আমি চেষ্টা করেছিলাম। আমার সহপাঠি, বন্ধু বান্ধব আমার শিক্ষকগণসহ অনেকেই আমাকে এপথে অনুপ্রেরণা জুড়িয়েছে। আগামীতে আরও বড় কোন মঞ্চে সফল গতে তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে শ্রাবণের এমন সাফল্যে তার গ্রামের বাড়ির বাবা মা, বন্ধু বান্ধব, স্কুল শিক্ষক সবাই অনেক খুশি। তারাও তাদের সন্তানের সাফল্যকে ধরে রাখতে সবার দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category