ঢাকা ব্যাংক সব সময় কৃষকদের পাশে আছে – চেয়ারম্যান আব্দুল হাই সরকার
উজ্জ্বল অধিকারী- ঢাকা ব্যাংক কৃষকদের কল্যাণে সব সময়ই তাদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
তিনি বলেন, আমরা বরাবরই কৃষকদের পাশে আছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের ফসল চাষাবাদের আধুনিক যন্ত্রপাতি দিচ্ছি বিনামূল্যে। আপনারা তার সঠিক ব্যবহার করবেন। আমি আশা রাখি কৃষকরা যদি তাদের চাষাবাদে এই যন্ত্র ব্যবহার করে ফসল উৎপন্ন করে তাহলে এই অঞ্চলে আগের তুলনায় স্বল্প খরচে সময় বাঁচিয়ে আগের তুলনায় বেশি ফসল ঘরে তুলতে পারবে। সেই সাথে আমাদের খাদ্যের ঘাটতি অনেকাংশে কমে যাবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসুচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া ঈদগাঁ মাঠে প্রান্তিক পর্যায়ে ৩শ জন কৃষককের মাঝে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই সরকার বলেন, অনেকই পেঁয়াজ মরিচ আলু দেবে না বলে বিভিন্ন সময় হুমকি দেয়। আমরা ওই সব হুমকিকে কিছু মনে করি না। কেননা টাকা দিয়ে আমরা এ সমস্ত দ্রব্য কিনে থাকি। যারা দেবে না তাদের কাছে থেকে না কিনে অন্যদের কাছে থেকে আমরা কিনবো।
তিনি আরও বলেন, যারা আমাদের নিত্যেপ্রয়োজনীয় দ্রব্য দিতে হুমকি দেয় তাদেরকে আমরা কখনোই পরোয়া করবো না। আমাদের মাটি উর্বর, আমরা ফসল চাষাবাদও করতে জানি। এগুলো নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।
বাংলাদেশ ব্যাংক এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরও বলেন, এই এলাকা তাঁত সমৃদ্ধ ছিল। তাঁতের ব্যবসায়ের ক্ষতির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে গিয়েছিল। আমি এই এলাকার মানুষ তাই এলাকার উন্নয়নের জন্য এখানে পূর্বানী ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস শিল্প কারখানা স্থাপন করেছি। যার ৯০ শতাংশ কর্মচারী ও কর্মকর্তা এই এলাকার মানুষ। একটি শিশু হসপিটাল করেছি। সেই সাথে একটি ডায়বেটিস হসপিটাল করার কাজ চলছে। এসময় নিজ এলাকার মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আরও প্রতিষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন।
ঢাকা ব্যাংক লিমিটেডের এসিটেন্ড ভাইস প্রেসিডেন্ট রায়হান কাওছারের সঞ্চালনায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বিএনপি’র রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীমসহ পূর্বানী গ্রুপ ও ঢাকা ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এসময় ঢাকা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজা মোস্তাক আহম্মেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কৃষি) কাতেবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ৩০টি পাওয়ার টিলার, ৩০ ডিজেল চালিত ইঞ্জিন, ২টি ট্রাক্টর, ২টা হারবেস্টার মেশিন কৃষকদের সহায়ক হিসাবে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।