বেলকুচিতে নারীর অবৈতনিক গৃহস্থলী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান বিষয়ে গনসমাবেশ
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে এ্যামবাসি অফ সুইডেন এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনডিপি-ক্রিয়া প্রকল্প’র উদ্দ্যেগে নারীর অবৈতনিক গৃহস্থলী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান বিষয়ে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে নারীর অবৈতনিক মজুরীর স্বীকৃতি বিষয়ে নীতি নির্ধারকদের প্রভাবিত ও সচেতনতা তৈরি, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়ানো নিয়ে গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্ততারা বলেন,
বিভিন্ন গবেষনায় দেখা গেছে একজন নারী
প্রতিদিন ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ১৪-১৮ ঘন্টা পারিবারিক ও কৃষি কাজে ব্যস্ত থাকে। তারপর ও নারীরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার বলয় থেকে তাদের অবস্থান অনেকটাই দূরে।পরিবার এবং সমাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া
খুব জরুরী। নারীর অবদানের স্বীকৃতির বিষয়টি জাতীয় নারী উন্নয়ন নীতিতে অন্তর্ভুক্ত করা হলেও সমাজ ও পরিবারের নানা রকমের বৈষম্য বঞ্চনার স্বীকার হচ্ছে নারী।
বক্ততারা আরোও বলেন নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমতার লক্ষ্য পুরনে সার্বজনীন মানবাধিকার ঘোষনাপত্র, সংবিধানসিদ্ধ সনদ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনে সরকারী ও বেসরকারী যৌথ পরিকল্পনা ও বাস্তবায়ন
প্রক্রিয়া নারীর ক্ষমতায়নের পথকে সহজ ও সুগম করতে সহায়তা করবে পাশাপাশি বাস্তবায়নের জন্য কিছু কার্যকরী উদ্দ্যেগের মাধ্যমে জনসচেতনতা অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং পুরুষ ও
বালকদের মনজগতে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে, এর ফলে নারীর পারিবারিক কাজের বোঝা কিছুটা হলে ও লাঘব হবে এবং নারী পাবে অমূল্যায়িত সকল কাজের স্বীকৃতি ও সম্মান। পরিশেষে তারা এনডিপি-ক্রিয়া প্রকল্পের সফলতা কামনা সহ
সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এনডিপি’র প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিআরডিবি’র
প্রকল্প কর্মকর্তা মোছা: রেহানা পারভিন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: মমিন, এনডিপি’র প্রকল্প সমন্বয়কারী মোছা: আকতারী বেগম, এনডিপি-ক্রিয়া প্রকল্পের এফএফ আকলিমা খাতুন, ওএসএস নৃপেন্দ্র নাথ রায়সহ উপজেলা, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ, নারী দল, পুরুষ দল, যুব দল, কিশোর-
কিশোরী দলের সদস্যবৃন্দ।