রায়গঞ্জে ক্ষিরতলা আদিবাসি যুব সমাজের উদ্যোগে ১ দিনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ করলেন -ইঞ্জিনিয়ার কামাল হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
“মাদক ছেঁড়ে মাঠে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ ধামাইনগর ইউনিয়নে ১ দিনের ফুটবল টুর্নামেন্ট ৮ টি জেলার আদিবাসিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী ক্ষিরতলা আদিবাসি যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজিমুদ্দিন কাজি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও (সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) ধানের শীর্ষ প্রতিকের মনোনায়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, আমরা মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে। মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আদিবাসি যুব সমাজের এ সুন্দর আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দ‚রে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম।ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিটি প্রতিযোগিতায় হার জিত থাকবেই তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। তাছাড়া মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে।
এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল ইসলাম,
তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গৌস্বামী, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সেখ, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সরকার, যুগ্ম – আহবায়ক আশরাফুল আলম খান, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিন্নাহ, সোনাখাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, ধামাইনগর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল রহমান বাপ্পী, সহ- সোনাখাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ও গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ আদিবাসি যুব সমাজের উদ্যোগে ১ দিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত মিনিটে দুই দল ড্র করে এর পরে
ট্রাইবেকারে সমতা না হওয়ায় দুই দলের অধিনায়কদের
মতামতের মাধ্যমে লটারী পয়সা দিয়ে ট্রস করা হয় এতে রাজশাহী ফুটবল আদিবাসি দল পরাজিত হয় এবং
বিজয়ী হয় গাজীপুর আদিবাসি ফুটবল দল।