সিরাজগঞ্জের সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর্জা মোরাদুজ্জামানের আগামীকাল বৃহস্পতিবার ৩০তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তফা জামান জানান, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে কোরআন খানি ও সকাল ১০টায় মালশাপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং বাদ আসর বিএল সরকারি স্কুল রোডের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জের গরীব, দুখী ও মেহনতি মানুষের জননেতা মির্জা মুরাদুজ্জামান ১৯৩৯ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা মীর্জা জহির উদ্দিন।
মির্জা মোরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগদিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।