• রবিবার, ২২ জুন ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
Headline
মাহমুদপুর যুগান্তর সংসদের আয়োজনে ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন তাদের ছাড় দেওয়া হবে না- সাইদুর রহমান বাচ্চু একক সংঘ ক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় টিকিট কাউন্টার পরিদর্শন অব্যাহত সিরাজগঞ্জে বিআরটিএ সার্কেল কর্তৃক ফিটনেস পরিদর্শন বুথ স্থাপন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদকের শুভেচ্ছা নিজ হাতে লালন পালন করা ৩৫ মণের গরু বিক্রি হলেই হজ্বে যাবেন আব্দুল মতিন রায়গঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত যমুনা নদীর পাড় হার্ডপয়েন্টে লাভ সিরাজগঞ্জের উদ্বোধন

সিরাজগঞ্জে এনডিপির সহযোগিতায় প্রতিবন্ধীদের জন্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে এনডিপির সহযোগিতায় প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য নাসিমা আলাউদ্দিন হাসপাতালে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে এনডিপি’র সহযোগিতায় প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য নাসিমা আলাউদ্দিন হাসপাতালে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ের সুনাম ধন্য বেসরকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচি এবং নাসিমা আলাউদ্দিন হাসপাতাল এর সহযোগিতায় এবং প্রফেসর এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জের আয়োজনে ও সাইটসেভার্স এর আর্থিক সহযোগিতায় নাসিমা আলাউদ্দিন হাসপাতালে
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল হতে দিনব্যাপী প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য রোগের জন্য বিশেষ চক্ষু ক্যাম্পে ২২ জন প্রতিবন্ধী এবং ১৫৩ জন প্রবীণ ব্যক্তিকে সেবা প্রদান করা হয়। তাদের প্রত্যেককে চশমা এবং ঔষধ দেওয়া হয়েছে। তাছাড়া তাদের মধ্য থেকে ৫ জন পুরুষ এবং ১৪ জন প্রবীন নারীর চোখের ছানি অপারেশন করার জন্য সিরাজগঞ্জ চক্ষু হসপিটালে ভর্তি করা হয়েছে। যা আগামি ২২ জানুয়ারী ২০২৫ রোজ বুধবার তাদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হবে। উক্ত ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন নাসিমা আলাউদ্দিন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা। চক্ষু ক্যাম্পটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিএনএসবি হসপিটালের প্রতিনিধি সহকারী ব্যবস্থাপক টি,এম, মাহমুদুল হাসান এবং এনডিপি বাগবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক এসএম জাকিরুল ইসলাম, কোনাবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোমিনুল হক সহ এনডিপির স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য সহকারী স্বপ্না দত্ত ও মোছাঃ শামিমা খাতুন উপস্থিত ছিলেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মোঃ নজরুল ইসলাম, মোঃ ইউনুস আলি ইকবাল সিনিয়র অফথ্যালমিক প্যারামেডিক ও অপটুমেট্রিস্ট, এবং অর্গানাইজার সাদ বিন ইবনে তালহা। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা তাদের মধ্য থেকে হাটিকুমরুলের মোছাঃ আমিনা বেগম (৬৫), ভদ্রঘাট ইউনিয়নের নুরনগর গ্রামের মোছাঃ জহুরা খাতুন (৫৫), কোনাবাড়ীর উসমান গণি (৭৩), বড়ধুল গ্রাম থেকে আসা মোঃ শহিদুল ইসলাম (৫৫), বাগবাড়ী ঘোষ পাড়ার অনিল চন্দ্র রাজবংশী (৭০) এবং ধুকুরিয়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী সোলেমান সেখ (৭২) বলেন এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা করতে পেরে এবং ছানি অপারেশন ফ্রি করতে পারবো বলে তারা বলেন অর্থনৈতিক ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে অনুভূতি ব্যক্ত করেন এবং তাদের দ্বারা নিজে টাকা খরচ করে অপারেশন করা সম্ভব হতো না বলেও জানান। তারা আরো বলেন এই রকম ক্যাম্প এনডিপি ও সাইটসেভার্স সিরাজগঞ্জ জেলার সকল ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত করে পিছিয়ে পড়া অতি দরিদ্র পরিবারের লোকজন সহযোগিতা পাবে বলে এনডিপি ও সাইটসেভার্স এর কর্মকর্তার দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category