সিরাজগঞ্জে জুলাই শহীদের স্মরণ জেলা বিএনপির দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শহীদের স্মরণে মৌন মিছিল হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদু্ল্লাহ। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিরা শরীর হন।
পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জুলাই শহীদের স্মরণে একটি মৌন মিছিল বের হয়ে বড় বাজারে যেয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
মৌন মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।