সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।
বুধবার (২২অক্টোবর-২০২৫ খ্রিঃ) বিকেলে সিরাজগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উক্ত দুইজন কর্মকর্তার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পরিচালক, বিসিএস লাইভস্টক একাডেমি, সাভার, ঢাকা’র ডাঃ মোঃ আখতারুজ্জামান। এবিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,কে, এম, আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভেটেরিনারি অফিসার, সিরাজগঞ্জের ডাঃ তাপস কান্তি দত্ত, জেলা ট্রেনিং অফিসার
ডাঃ মোহাম্মদ সোহেল রানা, প্রিন্সিপাল সাইন্টেফিক অফিসার, এফডিআইএল, সিরাজগঞ্জএর ডাঃ মোঃ মিজান, ভেটেরিনারি অফিসার, বগুড়া’র ডাঃ মোঃ সোহেল রানা প্রমুখ। এ অনুষ্ঠানে সকল উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও অন্যান্য সহকর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিদায়ী সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন পদোন্নতি হয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেরপুর জেলায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ ডাঃ মোঃ আলমগীর হোসেন এর পাবনা জেলার সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে জানাযায়।