সিরাজগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপনের বিকল্পনেই- সাইদুর রহমান বাচ্চু
আজিজুর রহমান মুন্না- সিরাজগঞ্জকে প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ রক্ষায়, বজ্রপাত থেকে রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষ রোপন করতে হবে। বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই তাল গাছ বা বীজ রোপন করতে হবে। জেলা জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দরা মাসব্যাপী সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বলে আমি তাদেরকেউ সাধুবাদ জানাই । সবাই মিলে গাছ লাগাই সবুজে ভরে দেই দেশটাকে, এসো ভাই এসো বোন গাছ লাগাই জন জন। পরিবেশ রক্ষায় এবং আমাদের নতুন প্রজন্মদের গাছ লাগাতে উৎসাহীত করতে হবে মন্তব্য করেছেন – কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে ক্রসবাধ-৩ এলাকায় রাস্তার ধারে তালবীজ রোপণ করা হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তালবীজ রোপণ এ কর্মসূচি পালন করা হয়। এসময়ে জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাবেক ছাত্রদল নেতা, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হুসাইন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম. জুয়েল রানা প্রমুখ । এ তালবীজ রোপণ কার্যক্রমে দায়িত্বে নিয়োজিত ছিলেন, নিপুন ট্রেডার্স এর পরিচালক বৃক্ষপ্রেমি তালবীজ সংগ্রহকারী আবুল কালাম আজাদ এবং বৃক্ষপ্রেমি চিকিৎসক তছির উদ্দিন সেখ।