সিরাজগঞ্জে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টেরঃ- সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচি’র ডিজাইনে উদ্যোক্তাদেরকে নিয়ে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালার সমাপনী সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর ২০২৫) বিকেলে
পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর তৃতীয়তলায় ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা ক্ষুদ্রও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় আয়োজনে ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ জান্নাতুল হক শাপলা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ পএ হাতে তুলেদেন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে উৎসাহিত করা হয়। আজকে এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে অংশগ্রহণকারীদেরকে ও এই কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁত শিল্প সিরাজগঞ্জে বিখ্যাত এ প্রকৃত পক্ষে সিরাজগঞ্জের জন্য বিখ্যাত কিন্ত এটির সুফল ভোগ করছেন টাংগাইল জেলা। এখানকার লোকেরা তাঁত শিল্পের জন্য উদাসীন থাকায় অন্য জেলা। এই ওকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে। তিনি আরো বলেন, উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক ঢাকা এর অতিরিক্ত পরিচালক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। ক্ষুদ্রও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের সাজু বড়ুয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার সোহেল রানা, বিটিআরসি উপ- পরিচালক শারমীন, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিয়াজী সুলতানা, এসময়ে উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য কামরুন নাহার, সেলিনা নাজরীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য বর্না পারভেজ,।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে
সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
উপস্থিত ছিলেন।