সিরাজগঞ্জে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের দারিদ্র্য বিমোচনে২৬ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নের চারটি গ্রামের মোট ২৬ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদেরকে ৬ মাস প্রশিক্ষণ শেষে ২৬টি সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয় ।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)ঢাকা’র অর্থায়নে এবং মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস), সিরাজগঞ্জের বাস্তবায়নে-
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া কটার রোডস্থ মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা’র অফিস প্রাঙ্গণে – সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম, গুনেরগাঁতী, ভাটপিয়ারী এবং ধলডোব গ্রামের মোট ২৬জন প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীকে হাতে কলমে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করান- প্রশিক্ষক মোছাঃ পলি খাতুন।
এ সময়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা। সার্বিক দায়িত্বে ছিলেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক- শিরিন ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ। এসময়ে সুফলভোগী নারীরা উপস্থিত ছিলেন ।