সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডেন্টাল সার্জনদের উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০মে) রাত ৮টায় শহরের বাজার স্টেশনে অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অহায় মানুষের হাতে রাতের খাবার তুলে দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডাঃ এম.এ লতিফ।
ডেন্টাল সার্জন ডাঃ এম হাকিম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম. দুলাল উদ্দিন আহমেদ, সম্মিলিত প্রয়াশ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)’র সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিবসহ ডেন্টাল সার্জনগণ।