• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে সিটি কেয়ার (CITY CARE) হসপিটালের উদ্বোধন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ  জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন

সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান

আজিজুর রহমান মুন্না-
” কাটাখালি খাল পরিস্কার রাখি, দূর্ষণমুক্ত পরিবেশ গড়ি, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ পৌরশহরের ঐতিহ্যবাহী কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের অভিযানের শুভ উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে,

রবিবার( ৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায়
কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাটাখালি খাল সংস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অদ্ভুত এক ভূখণ্ডের মানচিত্র – নাম সিরাজগঞ্জ। এটি কেবলই একটি প্রশাসনিক অঞ্চলের নাম নয়। এ নামের মধ্যেই অর্জিত এক অনন্য আইডেন্টিটি। স্থানীয় এলাকায় মানুষের কাছে সিরাজগঞ্জ শহরটি পরিচয় হচ্ছে ” গঞ্জ ” হিসেবে। এই গঞ্জের মধ্যে এত সুন্দর একটি কাটাখালী খাল অবহেলা অযত্নের কারণে এই কাটাখালটি দূর্গন্ধ কাদায় ভাগারে পরিণত হচ্ছে। আমরা যদি সবাই সচেতন থাকতাম তবে এই খালটি সিরাজগঞ্জের নয়নাভিরাম হতো । কিন্ত আমাদের সকলের অবহেলা অযত্নের কারণে আমরা তাকে বাজারে পরিণত করেছি। যদি এই খালটি যদি পরিস্কার থাকত এখানে কোন প্রকার সাপ ও মশা থাকতো না। আমরা যারা সরকারি চাকুরীকরি কর্মকর্তা হিসেবে রয়েছি আমাদেরও দায়িত্ব আছে তেমনি নাগরিকদেরও সব রকম দায়িত্ব থেকে যায়। আজকে এখানে শুরু করেছি পরিস্কার পরিচ্ছন্নতা কাজ এটা আমাদের সকলের ধরে রাখতে হবে। আজকে আমরা পরিস্কার করে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে আবার ময়লা আবর্জনা রেখে গেলাম তাহলে পরিস্কারের কোন মূল্য নেই। এর জন্য সকলের উচিৎ সবাই মিলে হাতে হাত রেখে সকলকে এক সাথে কাজ করতে হবে। এবং এই কাটাখালীর আশ পাশে যে সকল বাড়ী রয়েছে সে সকল বাড়ীর মালিকগণদের এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে হবে। বাজারে গিয়ে বাজার ক্রয় করে বাকী আবর্জনা পৌরসভার ডাস্টবিনে ফেলতে হবে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ পুকুর, খাল আর নদী গুলোকে পুনরুদ্ধার করতে হবে। ময়লা-আবর্জনা ফেলে আর কেউ পরিবেশ নষ্ট করবেন না। বিশেষ করে শহরের কাটাখালি নিয়ে আর বাণিজ্য করে দূর্নীতি করতে দেয়া হবে না, শহরের পদ্ম পুকুর ও কাটাখালিতে ময়লা আবর্জনা ফেলবেন না। স্কাউট ও রোভার স্কাউটস , যুব রেডক্রিসেন্ট সহ দক্ষ তরুণরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে আশাকরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র উপদেষ্টা প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।

এসময়ে মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ সিরাজগঞ্জের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, প্রমুখ। এই পরিচ্ছন্নতা কাজের অভিযানে অংশগ্রহণ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী ও স্কাউট, রোভার স্কাউট, মানবাধিকার, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মীরা এবং উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও পৌর ট্রাফিক অংশগ্রহণ করে। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক সহযোগিতা ও পরিচ্ছন্নতা কর্মীদের ট্রি শার্ট উপহার দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category