সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
আজিজুর রহমান মুন্না-
তারুণ্যের উৎসবে-ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ -২৬ খ্রিঃ এর আওতায়- সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়, কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব -১৬) -২০২৫ এ ০৫টি বিদ্যালয় এবং ০১ টি ক্লাবের মোট ৬০ জন বালকদের নিয়ে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয় ।
বুধবার (২৯ অক্টোবর) সদর উপজেলার পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে- উক্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলার যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কার সিদ্দিক। এছাড়াও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ক্রীড়া শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও প্রচুর দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার্স আপ হয় হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় ৫৩-২২ পয়েন্ট ব্যবধানে। এসময়ে উপস্থিত সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, সিরাজগঞ্জ । উক্ত কাবাডি প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, জাহানারা উচ্চ বিদ্যালয় সহকারী হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ এস, বি, রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরমান হেসেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব। কাবাডি প্রতিযোগিতা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী
জানান দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতায় (অনূর্ধ্ব -১৬) বছরের খেলোয়াড় হতে ০৫ জন প্রতভাবান খেলায়াড় হিসেবে চিহ্নত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ড. তাসলিমা মতিন উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন।