সিরাজগঞ্জ পৌর১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে- মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে- সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে- মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬অক্টোবর-২০২৫খ্রিঃ) বিকেলে সিরাজগঞ্জ পৌরএলাকার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে- উক্ত
মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু ।
জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মোছাঃ মেরী খাতুন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোছাঃ সালমা খান, সাংগঠনিক মোছাঃ জোৎস্না মন্ডল প্রমুখ। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহেদ আলম প্রমুখ। এসময়ে মতবিনিময় ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।