সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩২ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩২ বঙ্গাব্দ উৎসব অনুষ্ঠানে সংগীত , আবৃত্তি, রচনা সহ অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মঙ্গলবার(২৭মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজেরন রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আহবায়ক,
কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এ.এইচ.এম জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার।
এসময়ে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক , প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।