• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে সিটি কেয়ার (CITY CARE) হসপিটালের উদ্বোধন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ  জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিক মোহাম্মদ রুমন

সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা প্রদান

আজিজুর রহমান মুন্না;
শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হলো- সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের গর্বিত সদস্য প্রফেসর সন্টু কুমার দত্তকে । দীর্ঘবছর সুনামের সাথে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করছেন এই বরেণ্য শিক্ষক।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের হলরুমে- আয়োজিত এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজে’র সকল সহকর্মী, ছাত্র-ছাত্রীরা তাঁকে বিদায় সংবর্ধনা কালে ফুলেল শুভেচ্ছা, স্মারক সম্মাননা এবং উপহার প্রদান করে। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অত্র কলেজে’র উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব বিন জলিল ।
কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আ‌মিনুল ইসলামের বক্তব্যে উঠে আসে গভীর শ্রদ্ধা ও অপরিসীম ভালোবাসা এসময়ে তিনি বলেন, প্রফেসর সন্টু কুমার দত্ত শুধু একজন শিক্ষক নন, তিনি এই কলেজে’র এক চলমান প্রতিষ্ঠান। তাঁর দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও মমতাময় ব্যবহারে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।
আবেগঘন পরিবেশে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে তাঁর অনন্য শিক্ষাদান পদ্ধতি ও অনুপ্রেরণার কথা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, স্যার আমাদের কেবল ইংরেজি শেখাননি, শিখিয়েছেন মানবতা, শিখিয়েছেন সময়ের মূল্য, শিখিয়েছেন কীভাবে ভালো মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রফেসর সন্টু কুমার দত্ত নিজে বলেন, এই সিরাজগঞ্জ সরকারি কলেজ ছিল আমার ভালোবাসার স্থান, আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী, শিক্ষার্থী আর এই শহরের মানুষের ভালোবাসা পেয়েছি অফুরান। আজকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার মন থাকবে এখানেই, আমার শ্রদ্ধেয় সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে।
এসময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সকল বিভাগের বিভাগীয় প্রধান গণ এবং কলেজে’র প্রফেসর ড. মোঃ আনারুল হক, প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, প্রফেসর জসিমউদ্দিন সেখ, প্রফেসর রেজাউল বারী, প্রফেসর রেজাউল হক, প্রফেসর হাবিবুল্লাহ সিদ্দিকি, প্রফেসর হুমায়ূন খালিদ, প্রফেসর সোহেল আশরাফ, তালুকদার, মেহেদি সিদ্দিক, মোঃ রকিবুল ইসলাম, মুক্তা রানী সাহা চৌধুরী, মোঃ আশিক-ই- রহমান, মোঃ মোফাজ্জল হোসেন, ‌বিদায়‌ী প্রফেসর সন্টু কুমার দত্ত এর সহধর্মিণী তাপসী দত্ত, মেয়ে প্রিয়ন্তী দত্ত সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category