সিরাজগঞ্জ সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান- কলেজ শাখা’র ছাত্রদল নেতৃবৃন্দ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সরকারি কলেজে’র নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ
কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান – বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দরা । বৃহস্পতিবার (১৬অক্টোবর) কলেজের অধ্যক্ষ কক্ষে- এসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এঁর উপস্থিতিতে-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিটের আহবায়ক এস.এম জুয়েল রানা নেতৃত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম রানা এর সার্বিক ব্যবস্থাপনায় কলেজ ছাত্রদল শাখা’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফ, যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, যুগ্ম আহ্বায়ক মারুফ,যুগ্ম আহ্বায়ক রাকিব, যুগ্ম আহ্বায়ক আশিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীর সুশিক্ষা অর্জন করবে, আদর্শবান, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে শিক্ষার্থীরা সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। পড়ালেখা করে নিজের তার পরিবারের জন্য, দেশ ও জাতির জন্য গৌরবোজ্জ্বল করবে আমরা আশাবাদী। নেতৃবৃন্দরা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন যে, নবনিযুক্ত প্রশাসনের দিকনির্দেশনায় কলেজের একাডেমিক পরিবেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।
জানা যায় যে, কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মহীদুল হাসান এর পদোন্নতিজনিত এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগ প্রধান বিভাগীয় প্রধান প্রফেসর হুমায়ুন খালিদ এর পদোন্নজনিত কারনে উপাধ্যক্ষ পদে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধিষ্ঠিত হন।