• রবিবার, ২২ জুন ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মাহমুদপুর যুগান্তর সংসদের আয়োজনে ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন তাদের ছাড় দেওয়া হবে না- সাইদুর রহমান বাচ্চু একক সংঘ ক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় টিকিট কাউন্টার পরিদর্শন অব্যাহত সিরাজগঞ্জে বিআরটিএ সার্কেল কর্তৃক ফিটনেস পরিদর্শন বুথ স্থাপন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদকের শুভেচ্ছা নিজ হাতে লালন পালন করা ৩৫ মণের গরু বিক্রি হলেই হজ্বে যাবেন আব্দুল মতিন রায়গঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত যমুনা নদীর পাড় হার্ডপয়েন্টে লাভ সিরাজগঞ্জের উদ্বোধন

সোহাগপুর সরকারী শ্যাম কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৪ ব্যাচের ৪০ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সোহাগপুর সরকারী শ্যাম কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৪ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ন মিলনী ও মিলনমেলা

উজ্জল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

এ যেন এক অভূতপূর্ব দৃশ্য, দীর্ঘ ৪০ বছর পর একে অপরের সঙ্গে দেখা। বন্ধু কেমন আছো? কোলাকুলি মোলাকাত। ৪০ বছর আগের স্মৃতিতে ফিরে গেল সবাই। সে এক অভূতপূর্ব দৃশ্য। বা সরকারি বেসরকারি উচ্চ স্থানে কর্মরত। আবার ছোট খাটো চাকরি করে। কেউ ব্যবসা করে। সবাই এক কাতারে একটি দিনের জন্য মিলেমিশে গিয়েছিল সেই ৪০ বছর আগের স্মৃতিতে। এটি সোহাগপুর শ্যাম কিশোর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৮৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৪ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে সহপাঠীদের পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এ সময় স্কুল জীবনের সহপাঠীদের পেয়ে একে অপরের প্রতি আবেগ আপ্লুত হয়ে কুশল বিনিময় করেন।

পরে দিনভর চলে আনন্দ উল্লাস এবং নানারকম মুখরোচক খাবারদাবার পরিবেশন। এসময় উক্ত অনুষ্ঠানে (১৯৮৪ ব্যাচ) বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক হাজী মোজাফফর হোসেন। এ সময় শিক্ষকদের কাছে পেয়ে তৎকালীন শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে তারা প্রাক্তন শিক্ষকের বর্তমান পরিস্থিতি সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

এসময় হাজী মোজাফফর হোসেন বলেন আজ এ আয়োজনটি করার কারনে শিক্ষার্থীদের সাথে আবারো দেখা হলো। যদি এটি করা না হতো তাহলে কর্মব্যস্ততার কারনে হয়তো একসাথে এত শিক্ষার্থীদের সাথে দেখা হতো না। আজ সবাইকে একসাথে কাছে পেয়ে অনেক ভালো লাগছে।

অত্র স্কুলের ৮৪ ব্যাচের ছাত্র সরকারি বেলকুচি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এসএম শহিদুর রেজা, ৮৪ ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা লিলি, মো: আকছেদ আলী, এবিএম ফজলুর রহমান, মো: মালেক কিবরিয়া, মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল মান্নান সরকার প্রমুখ


আপনার মতামত লিখুন :
More News Of This Category