৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা রনি
মোঃমোকলেসুর রহমান মামুন –
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বা ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট চাওয়ার লক্ষ্যে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রচারণার অষ্টম দিনে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার ও আশপাশের গ্রামাঞ্চলে ঘরে ঘরে, দোকানে, চা স্টলে এবং পথসভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় কাওছার আহমেদ রনি বলেন—“এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের এক ঐতিহাসিক যাত্রা। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার— আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।”
তিনি আরও বলেন,তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাচ্ছি— পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন আসবে জনগণের হাত ধরেই।”
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিব সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।