৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে- মতবিনিময় সভা ও নির্বাচনী কমিটি গঠিত
আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১’দফা বাস্তবায়নে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে-
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে- মতবিনিময় সভা ও নির্বাচনী কমিটি গঠিত হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে – উক্ত মতবিনিময়সভা ও নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠানে সমাজসেবক মাতব্বর মোঃ রেজাউল করিম খান এঁর সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু – এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, ধর্মের দোহাই দিয়ে, মহিলাদের ধোকা দিয়ে মুখোশ পড়ে আমরা ভোট চাই না।
মহিলাদের বেতনভুক্ত করে ধর্মের কথা বলে বাড়ি বাড়ি ভোটের জন্য পাঠাই না। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, নামাজ, রোজা, হজ্ব , যাকাত পালন করি ঈমান নিয়ে শক্তি নিয়ে চলি। আমরা বাস্তব কথা বলি, মিথ্যা আশ্বাস দেইনা। আমরা মুক্তিযোদ্ধার দল আমাদের দলের প্রতিষ্ঠাতা বীরউত্তম স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধে রনাঙ্গনে থেকে যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বাংলাদেশের মানচিত্র খাইনি, আমরা ক্ষমা ও চাইনি। ওরা এখন মিথ্যা কথা বলে ধর্মের কথা বলে ভোট চায় লজ্জায় সচেতন মানুষ হাসেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১’দফা বাস্তবায়নে, তার মধ্যে একটি দফা রয়েছে বিশেষ করে প্রতি পরিবারে ফ্যামেলি কার্ড দেওয়া হবে এতে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে । আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটার ভাই-বোনদের কাছে ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানাই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপি যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রানা খান বুলবুল, ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম মুন্সী,ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল আকন্দ, ইউপি সদস্য আব্দুস ছালাম প্রমুখ। এছাড়াও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসসান আলী, সাংগঠনিক সম্পাদক লিটন খান, ইউনিয়ন ছাত্রদলের শাহিন রেজা, যুবদলের ১ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের ।
এসময়ে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত।