আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
বেলকুচিতে জাতীয় সমবায় দিবস পালন
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
বেলকুচিতে জাতীয় সমবায় দিবস পালন
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ ভাবে আয়োজনে এ দিবস পালন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার রানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক, সাংবাদিক নারায়ন মালাকার, উজ্জ্বল অধিকারীসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.