• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
Headline

উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসলের মাঠ দিবস পালিত

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় মসলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসলের মাঠ দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মসলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসল চাষাবাদের মাঠ দিবস পালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী এলাকায় এ মাঠ দিবসে উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ।
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, কৃষিতে আরো আধুনিকতা বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লাপাড়া কৃষিতে অগ্রগামী উপজেলা কৃষি অফিসার এর সহযোগিতার উল্লাপাড়ায় কৃষির ব্যাপক প্রসার ঘটাচ্ছেন। এই উপজেলার সরিষা সহ সকল আবাদ অধিক পরিসরে হয়ে থাকে।
বিশেষ করে এখন আদা চাষ পদ্ধতি ব্যাপক শুরু করেছে। এছাড়া এখন কৃষকেরা রিলে ফসলের দিকে ঝুঁকেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা সুমী বলেন, এ উপজেলায় কৃষক-কৃষাণীরা রিলে ফসলের চাষাবাদ শুরু করেছে। এ অঞ্চলে এখন রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। রিলে ফসল বলতে মুলতঃ ধানকাটার ১ সপ্তাহ আগে কৃষকেরা এই ধান ক্ষেতের মধ্যে সরিষা বীজ রোপন করে। এ পদ্ধতিতে সরিষা চাষ করলে ব্যয় অনেক টাইম কম।এবং ফসল ভালো হয়। পদ্ধতি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রায়ই প্রতিটি ইউনিয়নে মাঠ দিবস করছি।
মাঠ দিবস অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মূঃ আহসান শহীদ সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে. মফিদুল ইসলাম প্রমুখ।
এ সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম, নাজমুল হাসান, এসএএও গোলাম মোহাম্মদ (অবঃ),মোঃ আল্লামা ইকবাল হোসেন, মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফ মাহমুদ মিয়া, মোঃ সাকিল আহমেদ, মোছাঃ রোমানা ফেরদৌস, মোঃ বশির উদ্দিন, মোঃ তানভীর ইসলাম সহ অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক -কৃষাণীনেরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category