সিরাজগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী (ছোট্ট) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশেশের রুপকার বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীর উত্তম) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ
ব্লাড ফাইটার্স সংগঠন এর সহযোগিতায়
রহমতগঞ্জ পৌর কবরস্থান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে
সিরাজগঞ্জ পৌর বিএনপি ৪,৫,ও ৬ নং ওয়ার্ড এর আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অত্র মাদ্রাসারশিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি মোঃ মজনু সেখ, এর সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে – ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদান ক্যাম্পেইনে
রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি গ্রহণ করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দান ও অসহায় রুগীদেরকে সহযোগিতা ও তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দরকার।
’ভবিষ্যতে আমারা আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা করবো।
তারেক রহমান ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। দেশের বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন দলীয়করণ হয়েছে। জনগণের ভোটের অধিকার নেই। আমরা মেধাভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র চাই প্রতিটি মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক। রক্তের অভাবে যেন আর একটি প্রাণ ও না ঝরে এই কামনা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ৩য় বর্ষের ছাত্র শাফিউল আরেফিন সায়েম, সিরাজগন্জ ব্লাড ফাইটার্স স্বেচ্ছাসেবী সংগঠন এর অন্যতম এস এম জুয়েল রানা, অন্যন্যদের মধ্যে মোঃ ইয়াছিন মোঃ আরাফাত, রাতুল, ইভান, রিফাত, সোহাগ শ্রাবন, মিমি, কেয়া, ছন্দা, বর্ষা, আয়েশা, কাওসার, রাশিদুল, মামুন, আরিফুল প্রমুখ,।
উল্লেখ্য ঃ দিনব্যাপী কর্মসূচিতে প্রায় দেড় থেকে দুই
সহস্রাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি
সেবা প্রদান করা হয়।