সিরাজগঞ্জে কাটাখালি খাল সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী ( ছোট্ট)— সিরাজগঞ্জে কাটাখালি খাল সংস্কারের দাবিতে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী শিক্ষক / শিক্ষিকাদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌর শহরের কাটাখালি খাল সংস্কারের দাবিতে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে অনুষ্ঠানে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,আজকে আমরা এই কাটাখালী সংস্কারের দাবি নিয়ে দাঁড়িয়েছি। একসময় সাবেক প্রতিমন্ত্রী টুকু এটা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। আমরা আজ দাবি জানাচ্ছি, এই কাটা খালী সংস্কার, পুন:খনন করতে হবে। এখান থেকে শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। গন্ধে ক্লাস করতে সমস্যা হয়। শুধু শিক্ষার্থী নয়, সিরাজগঞ্জের অনেক মানুষ এই নোংরা কাটাখালীর জন্য ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই আমি প্রশাসন ও পৌর প্রশাসকের কাছে আবেদন করবো, এই জাহান আরা স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ সবার মুখের দিকে তাকিয়ে এই কাটা খালী পুন:সংস্কার করার উদ্যোগ নিন। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজটি এই কাটাখালীর ওপরে হওয়ায় এর সৌন্দর্য ধরে রাখাও খুব প্রয়োজন।
তিনি বলেন, আমি স্থানীয়দের কাছে অনুরোধ করবো আপনারা কেও এখানে ময়লা আবর্জনা ফেলবেন না। প্রয়োজনে প্রশাসনের কাছে অনুরোধ করবো ময়লা ফেলার জন্য আলাদা আলাদা পাত্র রাখার জন্য।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুনতাসির রহমান মেহেদী, সজিব সরকার, নবম শ্রেণীর ছাত্রী খুরশিদ জাহান প্রভা, অধোরা সরকার,
আরো উপস্থিত ছিলেন জাহান আরা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক টি এম আসলাম উদ্দিন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার গৌর, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্খ মোঃ সিরাজ উদ্দিন,, সদর থানা বিএনপি সহ-সভাপতি শরীফ সেখ, সহ- সভাপতি শহর বিএনপি ছানা মাস্টার, ১২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানা, সহ-সভাপতি জেলা ছাত্র দল রহিত ইসলাম রাজু,
উল্লেখ্য দীর্ঘদিন খালটি সংস্কারের অভাবে পরিবেশ দূশনের কেন্দ্র বিন্দুতে পরিনত হচ্ছে । খালের কারণে বৃষ্টি বাদল যতই
প্রবল হোক, অতীতে শহরে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হতো না।কাটাখালী এক সময় শহরের একটি ব্যস্ত নৌপথ হিসেবে ব্যবহার করা হতো। লঞ্চ, ছোট নৌকা ও মালবাহী বড় নৌকা এই নদী দিয়ে সিরাজগঞ্জ বন্দরে এক সময় যাতায়াত করতো। স্বাধীনতার পরে লঞ্চ অচল হয়ে যায়। তবে ১৯৭৩-৭৪ সাল পর্যন্ত খালটিতে বড় নৌকা চলেছে। আশির দশক থেকে যখন নদীতে ঘের দিয়ে মাছ চাষ শুরু হয় তখন থেকেই নৌকা চলাচল সম্পূর্র্ণ বন্ধই হয়ে গেছে। খালটির পানি দূর্গন্ধ ও ময়লা আবর্জনায় ভরে উঠলেও দীর্ঘদিন এই কাটাখালি পরিস্কার রাখলে খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।