শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র -ছাত্রীদেরকে নিয়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ নভেম্বর) বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশনের
ফিল্ডসুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন,, অনুষ্ঠানে
সভাপতিত্বে করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার হাতে তুলেদেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কোরআন হাদিস, ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য প্রতিযোগিতা র এ আয়োজকদের ধন্যবাদ এতে শিক্ষার্থীরা বিকাশি হবে। ইসলামের সুমহান আদর্শ ও সাংস্কৃতি প্রচার ও প্রকাশে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ মো: ফজলে রাব্বি, সহ- পত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।