• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline

নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদেরকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা
সঞ্চালনা করেন , ইসলামিক ফাউণ্ডেশন, সিরাজগঞ্জের ফিল্ড অফিসার হাবিবুল্লাহ,
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন
বলেন , মসজিদের সম্মানিত ইমাম গণ সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মানুষ আপনাদের কে সহজে আপন করে নেন, আপনাদের কথা মূল্যায়ন করেন, নারী ও শিশু নির্যাতন যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইমামদের অনেক ভূমিকা রয়েছে।ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। শান্তি ও কল্যাণের ধর্ম। এটি এমন এক সার্বজনীন ও শান্তিময় জীবনব্যবস্থা, যেখানে শুধু মানব সম্প্রদায়ই নয় বরং পশুপাখি ও প্রকৃতির অধিকারও সংরক্ষিত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার মহিউদ্দিন খান,
ফিল্ড সুপারভাইজার আনোয়ার হোসেন,
সহ- পত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category