রাজশাহীতে সংবাদ সারাবেলার ৭ম বর্ষপূর্তি পালিত ——
স্টাফ রিপোর্টার :অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো পাঠকনন্দিত দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৭ম বর্ষপূতি ও ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান। বুধবার (১৩ নভেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে ৭ম বর্ষপূর্তি পালিত হয়। সপ্তমবর্ষকে পেছনে ফেলে ৮ম বর্ষের যাত্রা শুরু করলো সংবাদ সারাবেলা। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফিউদ্দিন। বর্ষপূর্তির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন, দৈনিক রাজশাহী পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ মামুন, আরটিভি’র রাজশাহী প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সম্পাদক মোস্তাফিজ রকি, দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজি আক্তার, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দপ্তর সম্পাদক শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদ সারাবেলা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান শাহানুর রহমান রানা। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর। সরকারি তালিকাভুক্ত প্রথম শ্রেণীর এই দৈনিক পত্রিকাটি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। দেশের আটটি বিভাগে সকল প্রতিনিধি ও কর্মরতদের নিয়ে বর্ষপূতির জমকালো অনুষ্ঠান পালিত হয় গত ১১ ও ১৩ নভেম্বর। সেই ধারাবহিকতায় বিভাগীয় শহর রাজশাহী মহানগরীতেও কেক কেটে পালিত হলো পত্রিকাটির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান। ‘মানুষের কথা বলে’ শ্লোগানকে ধারণ করে পথচলার প্রথম থেকেই পাঠকের কাছে নন্দিতরুপ পায় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাটি। পত্রিকাটিতে কর্মরত সকল সংবাদকর্মী ও কর্তৃপক্ষ সর্বদাই জানতে ও জানাতে চায় দেশ ও দেশের মানুষের এগিয়ে যাওয়ার সকল প্রয়াসকে। খুঁজতে চায় রাষ্ট্র ও সমাজের সকল অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও অনাচারের কার্যকারণ। পত্রিকার ভিন্নধর্মী উপন্থাপনা ও নতুন কিছু প্রয়াসের কারণে, খুব অল্প সময়ের মধ্যেই সংবাদ সারাবেলা জনপ্রিয়তা অর্জন করেছে পাঠক ও সকল শ্রেণি মানুষের কাছে।