• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন

মোঃ হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা সহ- সাধারণ জনতা উপস্থিতিতে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুজিব সড়কে
আমরা সিরাজগঞ্জবাসী আয়োজনে মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের কোথাও আমাদের ছেলেমেয়েদের জন্য সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই। যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে অনেক শিশু ডুবে মারা গেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে কোন প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি নেই। এর জন্য অনেক স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা সাঁতার প্রশিক্ষণ না থাকায় পানিতে গোসল করতেগিয়ে মৃত্যু বরণ করেছে। সাঁতার শেখানো প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে পানিতে ডুবে কেউ মারা যেতো না। এজন্য শহরের পদ্ম পুকুর কে সংরক্ষণ করে সাঁতার শেখার উপযোগী করতে জেলা প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে আবারো অনুরোধ করবো বিষয়টি আপনার সু- বিবেচনায় রেখে অতিদ্রত এ পদক্ষেপ নেওয়ার আহবান জান্নাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ সিরাজ উদ্দিন, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, জাসাস সিরাজগঞ্জ জেলার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, প্রমুখ। এছাড়াও প্রিন্টও ইলেকট্রনিক্সস মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category