• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে ভেল্যুচেইন ফ্যাসিলিটেটরদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ভেল্যুচেইন ফ্যাসিলিটেটরদের ৪ দিন ব্যাপি ভেল্যু চেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনাসশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ভেল্যুচেইন ফ্যাসিলিটেটরদের ৪ দিন ব্যাপি ভেল্যু চেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনাসশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ ও পিকেএসএফ-র আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-র উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ এর আওতায় প্রকল্পের

বুধবার (১৩ নভেম্বর) সকালে এনডিপি প্রধান কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে ৪ দিনব্যাপী এ
প্রশিক্ষনের প্রথম ও উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, এনডিপি’র পরিচালক (পরিকল্পনা এবং কমসূচি) ড. এবিএম সাজ্জাদ হোসেন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-আরএমটিপি প্রকল্পের ভেল্যুচেইন প্রজেক্ট ম্যানেজার ড. এরফান আলী।
আরএমটিপি প্রকল্প বাস্তবায়নকারী দেশের আটটি সহযোগি সংস্থায় কর্মরত মোট ২৫ জন ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর প্রশিক্ষনে অংশগ্রহন করেন এবং প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেল্যু চেইন কনসাল্ট্যান্ট মোঃ আতাউর রহমান।
ভ্যালুচেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন এনডিপি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন খান। তিনি সকল অংশগ্রহনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এনডিপিতে থাকা, খাওয়া, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আচার আচরন ও সর্বোপরি পরিবেশ সম্পর্কে অংশগ্রহনকারীদের মতামত জানতে চান। নির্বাহী পরিচালক বলেন, আমাদের লক্ষিত জনগোষ্ঠি বিশেষ করে ২৮,০০০ খামারি এবং উদ্যোক্তা যাদের নিয়ে আমরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করছি প্রকৃতপক্ষে তাদের ভাগ্যের কতটুকু উন্নয়ন করতে পেরেছি যেটা নিরেপেক্ষ দৃষ্টিতে বিচার করলে আমার দায়িত্ব কতটুকু পালন করেছি তার মূল্যায়ন আমি নিজেই করতে পারব। আমি বিশ্বাস করি আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্বসমূহ সঠিকভাবেই পালন করছি। প্রশিক্ষন শেষে সকল অংশগ্রহনকারীদের মাঝে প্রশিক্ষন সনদপত্র ও একটি কওে ব্যাগ বিতরণ করা হয়। এনডিপি আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ মন্ডল প্রশিক্ষন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category