• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
Headline
বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শারীরিকভাবে অসুস্থ ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর সিরাজগঞ্জে কন্ঠধ্বনি আবৃ‌ত্তির বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ ডায়াবেটিক দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুস্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
oplus_0

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা

মোঃ হোসেন আলী (ছোট্ট) ” সুস্বাস্থ্যই হোক আমাদের অঈীকার ” এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা – ফ্রি মেডিকেল ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাঙ্গনে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, সিরাজগঞ্জের আয়োজনে বনার্ঢ়্য পদযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ হয়। এর আগে
বনার্ঢ়্য পদযাত্রাটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মীর সাখাওয়াত হোসেন, পরে বনার্ঢ্য পদযাত্রা শেষে আলোচনা সভায় ডাঃ শামসুল আলম স্বপনের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল কবির এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল,সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী, উক্ত
দিবসটি উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মীর সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ মীর সাখাওয়াত হোসেন
বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম, মেডিসিন বিভাগের রেজিস্টার ডাঃ পারভেজ আলম,

উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও ফ্রী মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা প্রদান, এবং বিনামূল্যে চোখের রেটিনা পরীক্ষা ও বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাসহ গরীব ও দুঃস্থ্য ডায়াবেটিক রোগীদের মধ্যে ইনসুলিন বিতরণ। এবং গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াবেটিক রোগী, সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের উপস্থিতিতে সচেতনতা সভা, উল্লখ্যযোগ্য ছিল।
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল,সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, সিরাজগঞ্জের
সভাপতি অধ্যাপক ডাঃ এম এ মুকিত, সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী দিকনির্দেশনায় চলছে সংগঠনটি


আপনার মতামত লিখুন :
More News Of This Category