আজ থেকে পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন——
—-দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।
শুক্রবার ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিলো চোখে পড়ার মত। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জ বাসী।
আজ (১৫ নভেম্বর) শুক্রবার ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সে্প্রস ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত উদ্বোধনী ও দোয়া অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রেন চালুর দাবিতে আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসান। জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, শহর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা,জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি হীরক গুন,অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী,দপ্তর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।