সিরাজগঞ্জে স্কাউটদের স্পর্শে পরিস্কার পরিচ্ছন্ন হলো লাল মসজিদের কবরস্থান—–
মোঃ হোসেন আলী (ছোট্ট)-
“সুস্থ্য থাকি-ভাল থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দল, এর উদ্দ্যোগে ঐতিহ্যবাহী প্রাচীনতম ও দীর্ঘদিনের মসজিদ হোসেন পুর লাল মসজিদের আঙিনায় পারিবারিক কবরস্থানের আগাছা গাছ পরিস্কার ও ডেঙ্গু মশার বিস্তার রোদে সচেতনতামূলক প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ নভেম্বর ২০২৪) সকাল ১০ টার দিকে পৌর শহরের হোসেনপুর লাল মসজিদ প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে মসজিদের আশ পাশ ও কবরস্থানের মধ্যে অগাছা গাছ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এসময়ে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক শেখ ইসতিয়াক আহমেদ তমাল, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট),
এছাড়াও আরো স্কাউট দলের সদস্য মো:রাইয়ান হাসান,
মো:শাকিম আহমেদ শুভ, মো:মুবিন ইসলাম,মো:শিহাব, মো:রিমন নিশু,মো:মাহিম সেখ প্রমুখ।
অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থেকে আমরা রোগ প্রতিরোধ করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছি। “সুস্থ্ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। তাই আমরা এই সিরাজগঞ্জ শহরটাকে সব সময় আমরা সদা প্রস্তুত সকল প্রকার সেবামূলক কাজে নিজেদেরকে বিলিয়ে দেই অন্যর তরে। তাই আমাদের মুক্ত স্কাউট দলের স্কাউট সদস্যরা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। এখন থেকে এ কর্মসূচী অব্যাহত থাকবে।”
উল্লেখ্য ঃ গত বছরে পরিস্কার পরিচ্ছন্ন হয়েছিলো লাল মসজিদের কবরস্থান প্রথমবারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অন্বেষণ মুক্ত স্কাউট দলের অন্যতম সদস্য
মোঃ তৌফিক হাসান জিহাদ। এবছেরে কিছুদিন আগে যমুনা নদীতে গোসল করতে গেলে সাঁতার না জানায় ২১ ঘন্টা পরে মৃত দেহ পানি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তাকে তোলে। মোঃ তৌফিক হাসান জিহাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হোসেনপুর লাল মসজিদ পেশ ইমামও খতিব মাওলানা মোস্তফা মাহমুদ।