• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline

১৭ ই নভেম্বর থেকে কালীবাড়ীতে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান শুরু

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

১৭ ই নভেম্বর থেকে কালীবাড়ীতে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান শুরু

মো: ছাম্মি আহমেদ আজমীর : দেশ মাতৃকার মঙ্গল কামনা ও বিশ্বশান্তিকল্পে এই স্লোগানকে সামনে রেখে শতাব্দীর দুই’শত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কর্তৃপক্ষের আয়োজনে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির উৎসব শ্রী অঙ্গনে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান রবিবার থেকে শুরু হয়।

এবিষয়ে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার বলেন,আমাদের দুই’শত বছরের শতাব্দীর প্রাচীনতম মন্দির কর্তৃপক্ষের আয়োজনে প্রতি বছরে ন্যায় গতানুগতি অনুসারে মহানামযজ্ঞা অনুষ্ঠান ভক্তবৃন্দ ও কমিটির সম্মানিত সবার সার্বিক সহযোগিতা এবং সকলের অনুদানে আমরা করে থাকি। মহানামযজ্ঞা অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতায় কামনা করছি।

উল্লেখ্য,২৪ প্রহর ব্যাপী কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্ম সভা মন্দির কর্তৃপক্ষের আয়োজনে আয়োজনে নাম সুধা পরিবেশনায় অংশগ্রহণ করবেন,বাসুদেব সম্প্রদায় যশোর, ভক্তের ভগবান সম্প্রদায় যশোর,দেবকী নন্দন সম্প্রদায় মানিকগঞ্জ,রাধাগোবিন্দ সেবা সংঘ নড়াইল,জয় গোবিন্দ সম্প্রদায় সাতক্ষীরা,বৃন্দাবন সম্প্রদায় গোপালগঞ্জ ও অত্র কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির কীর্তনীয়া সম্প্রদায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category