কাজিপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আদাচাষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
কাজীপুর প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্যে কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে
সোমবার(১৮নভেম্বর-২০২৪খ্রিঃ) দুপুর আড়াই টা হতে বিকেল ৫ টা পর্যন্ত কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদে বীরশুভগাছাতে উক্ত বস্তায় আদাচাষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ, আঃ মুঃ আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষিবিদ এ.কে.এম. মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মশকর আলী প্রমুখ ।
উক্ত কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম ।
এ সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর সিরাজগঞ্জের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল আহমেদ, উপসহকারি কৃষি কর্মকর্তা মায়া খাতুন সহ অন্যান্য কৃষি অফিসার এবং স্থানীয় কৃষক -কৃষাণীনেরা উপস্থিত ছিলেন ।