বস্তায় আদা চাষ করে স্বপ্ন বুনছেন উল্লাপাড়ার বিনায়েক পুরের কৃষক নুরুল ইসলাম
আজিজুর রহমান মুন্না—-
বস্তায় আদা চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম।
বাড়ীর পাশেই পতিত ১০ শতক জমিতে ৫০০টি বস্তায় আদা রোপণ করে প্রতিবস্তার ভালো ফলন লক্ষ্য করছেন তিনি। আর মাত্র ১ মাস পর সকল বস্তা হতে আদা উত্তোলন করে বিক্রি করা হবে।
এই আদা চাষে বস্তাপ্রতি খরচ হয়েছে ৫০ টাকার মত। আদা কেজি প্রতি ২’শত টাকায় বিক্রির আশা করছেন । বাজার দর অনুযায়ী খরচ বাদে প্রায় দেড় লাখ টাকার মত আয় হবে বলে আশা করছেন কৃষক মোঃ নুরুল ইসলাম ।
মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের বাস্তবায়নে
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমীন সুমীর পরামর্শে এবং সার্বিক সহযোগিতায় বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের ধরাইল ব্লকের কৃষক মোঃ নুরুল ইসলাম বারি আদা-২ জাতের বস্তায় আদা চাষ করে। প্রদর্শনী স্থাপন করা হয় ২৫ মার্চ -২০২৪ খ্রিঃ।
কৃষক মোঃ নুরুল ইসলাম বলেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী ম্যাডামের পরামর্শ সার্বিক সহোযোগিতায় আমি আগামীতে ২’হাজার বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছি। আশা করছি, আমি সফল হবো। আমার আদা চাষ দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুর্বণা ইয়াসমীন সুমী বলেন, আমি এবং আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলিম সহ অন্যান্যরা প্রতিনিয়ত তার বস্তায় আদা আবাদ বাগান সহ আরো অন্যান্য বাগান পরিদর্শন করছি। এবার আদার ফলন অনেক ভালো হয়েছে। উল্লাপাড়া উপজেলা জুড়ে এবার অনেকেই বস্তায় আদা আবাদের দিকে আগ্রহী হচ্ছেন।
স্থানীয় অনেক কৃষক আমাকে বলেছেন , বস্তায় আদা চাষে বাড়তি তেমন জায়গার প্রয়োজন হয় না, আগামীতে আমরাও বস্তায় আদা চাষ করবো।