ঝাঐলে ব্রি-ধান-১০৩ এর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর অধীনে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কৃষকদের ব্রিধান-১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারখন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে,
রবিবার (২৪ নভেম্বর-২০২৪ খ্রিঃ)বিকেলে উপজেলার ঝাঐল বাজার এলাকায় ঝাঐল ব্লকের ইউনিয়ন কৃষক-কৃষানীদের নিয়ে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল বগুড়া’র অতিরিক্ত পরিচালক সরকার শফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী
অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ জিয়াউর রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মিশু আক্তার।
এসময়ে কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার, ঝাঐল ব্লকের উপ-সহকারী মাসুম রানা, অন্যান্য উপ-সহকারীগণ সহ কৃষক-কৃষাণীগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অনেক উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের আগে কামারখন্দ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে রবিবার সকাল ১১ টার দিকে উত্তম কৃষি চর্চা মাধ্যমে নিরাপদ শাকসবজি ফলমূল উৎপাদনের উপর উত্তম কৃষি চর্চা সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং এ অনুষ্ঠানে অতিথিগণ উপস্থিত ছিলেন।