কওমী জুট মিলস্ হাই স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ পৌরএলাকার রায়পুরে ঐতিহ্যবাহী কওমী জুট মিলস্ হাই স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত জুলাই-২০২৪ খ্রীঃ গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
কওমী জুট মিলস হাইস্কুলের আয়োজনে,
মঙ্গলবার (২৬ নভেম্বর-২০২৪) সকাল ১১ টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে উক্ত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি শিক্ষিকা জিয়াসমিন ও সহকারি শিক্ষক মোঃ রোকনুজ্জামান রোকন এবং অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সন্মানিত অতিথি এবং অত্র স্কুলের শিক্ষকরা এবং অন্যান্য সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।