সিরাজগঞ্জে রাবিয়ানের সাধারণ সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম “রাবিয়ান সিরাজগঞ্জ ” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৩০নভেম্ব সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ ডাব্লু এফ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবিয়ানের সভাপতি রণেন্দ্রনাথ মন্ডল । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক , বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার , অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান , শাহ আলম খান ডেবিট, রাবিয়ানের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং রাবিয়ানের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যের মাধ্যমে রাবিয়ানের সাধারণ সভার শুরু হয় এবং পরবর্তীতে উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ে রাবিয়ানের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং মতিহারের সবুজ চত্বরের স্মৃতি বিজড়িত স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আগামী দুই বছরের জন্য প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় । উক্ত কমিটিতে চার সদস্যের নাম ঘোষণা করেন রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকার। প্রস্তাবিত কমিটির সদস্যগণ হলেন সভাপতি প্রফেসর মোঃ জসিম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল কবির, এজিএম সোনালী ব্যাংক সিরাজগঞ্জ । সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা রুবেল, স্টাফ রিপোর্টার যমুনা টিভি সিরাজগঞ্জ। অর্থ সম্পাদক মোঃ আসলাম , স্বত্বাধিকারী মুসলিম সুইট সিরাজগঞ্জ। সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় যে এই চারজন সদস্য উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলাপ- আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। অনুষ্ঠান শেষে রাবিয়ান সকল সদস্যকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। রাবিয়ানের সাধারণ সভা সার্থক ও সাফল্যমন্ডিত করার জন্য সভাপতি রনেন্দ্রনাথ মন্ডল সকল রাবিয়ান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করেন।