• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক কড্ডামোড় উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক কড্ডামোড় উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের আইএফআইসি ব্যাংক সদানন্দপুর-কড্ডার মোড় উপশাখার আয়োজনে “আর্থিক সাক্ষরতা কর্মসূচি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর-২০২৪খ্রিঃ) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা-কৃষ্ণপুরের শিশুমেলা বিদ্যানিকেতন এবং হাইস্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্রবিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল সরকার।
উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আইএফআইসি ব্যাংক বেলকুচি শাখার শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম ও বেলকুচি শাখার অফিসার মার্কেটিং এন্ড সেলস কাজী রিফাত হোসেন, গোলাম মোস্তাকিম, আইএফআইসি ব্যাংক সদানন্দপুর-কড্ডার মোড় উপশাখার ইনচার্জ মো. আশিকুর রহমান ও ক্যাশ ইনচার্জ দেওয়ান আরাফাত প্রমুখ ।
এ অনুষ্ঠানে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক জ্ঞানগর্ভ আলোচনা করা হয়। আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় এর সুবিধা, আয়-ব্যয় বিষয়ক জ্ঞান এবং ব্যাংকিং ব্যবস্থা এর বাইরের জনগোষ্ঠীর জন্য আইএফআইসি ব্যাংকের বিশেষ হিসাব “আইএফআইসি সহজ একাউন্ট” এর বিভিন্ন সুবিধা আলোচনা করা হয়। ব্যাংকটি সারাদেশে ১৪০০+ শাখা ও উপশাখা নিয়ে মানুষের প্রতিবেশী হয়ে ছড়িয়ে রয়েছে। এসময়ে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category