• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জে মাদকসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে মাদকসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ——-
আজিজুর রহমান মুন্না – সিরাজগঞ্জ শহরে মাদক মামলায় দণ্ড পাওয়া এক ওয়ার্ড বিএনপি নেতাকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার রাতে শহরের মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান।

গ্রেপ্তার বাবু শেখ (৪৫) একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি একটি মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
যৌথবাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকালে সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।

ওসি আরও বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় বাবু শেখের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category