• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং

নাজমুল হাসান-
সুস্থ পরিবেশ রক্ষায় পলিথিনের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সাড়ে পাঁচশত কিলোমিটার সাইক্লিং করেছেন। “পলিথিন পণ্য বর্জন করি, পাট পণ্য ব্যবহার নিশ্চিত করি” স্লোগান নিয়ে ২৯ নভেম্বর শুরু হওয়া এই অভিযাত্রা শেষ হয় ২ ডিসেম্বর।

এই অভিযানে অংশ নেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএসসি স্নাতক (পাস) চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ শুভ্র (২৩), একই কলেজের বিএসসি স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান (২২), সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার ফাজিল বর্ষের শিক্ষার্থী মোঃ রায়হানুজ্জামান নাঈম (১৮) এবং সিরাজগঞ্জের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মোঃ সারাফি ইসলাম রাইম (১৬)।

তারা জানান, সাইক্লিং অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন হাট-বাজারে গিয়ে স্থানীয়দের পলিথিনের ক্ষতি এবং পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেছেন। তারা প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার সাইক্লিং করেন এবং রাতে স্থানীয় সাইক্লিং গ্রুপ ও হোটেলের সহায়তায় বিশ্রাম নেন।

সাব্বির আহমেদ শুভ্র বলেন, “পলিথিন এমন একটি পণ্য যা মাটির সঙ্গে মিশতে প্রায় দেড় হাজার বছর সময় নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাট এবং পাটজাত পণ্য ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।”

রায়হানুজ্জামান নাঈম জানান, “পাট আমাদের পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক সম্পদ। পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি পরিবেশও রক্ষা পাবে।”

এই উদ্যোগে তাদের সার্বিক সহযোগিতা করেন বিসমিল্লাহ সাইকেল স্টোরের কর্ণধার মোঃ গোলাম কিবরিয়া পলাশ এবং দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপ।

তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন এবং পটুয়াখালী জেলার কুয়াকাটার জিরো পয়েন্টে গিয়ে অভিযান শেষ করেন। এই দীর্ঘ যাত্রায় তারা ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরগুনা ও পটুয়াখালী—মোট ৭টি জেলা অতিক্রম করেছেন। প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিভিন্ন স্থানে থেমে হাট-বাজারে মানুষকে পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category