• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline

সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিশু শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ খ্রিঃ এর আওতায়
সিরাজগঞ্জে ৫ টি প্রতিবন্ধী স্কুলের অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ৭০জন শিশু শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। য
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান প্রমুখ এবং এ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উল্লাপাড়া গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারা ভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সিরাজগঞ্জ বাক্ প্রতিবন্ধী স্কুল, সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মিরপুর প্রতিবন্ধী বিদ্যালয়, রানীগ্রাম সাঁকো প্রতিবন্ধী স্কুল এর
৭০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায় সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।
এসময়ে অতিথি সহ শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category